সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট অব্যাহত। রোববার (২৬ জানুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে আল ফাতেহ’র বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদোর এক গোলসহ ফরাসি ডিফেন্ডার সিমাকানের হেড এবং প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় আল নাসর। এ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আল নাসর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের ৪১তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মারওয়ানে সাদানে নিজেদের জালে বল পাঠালে প্রথম গোল পায় আল নাসর। আত্মঘাতী এই গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোর দল।
দ্বিতীয়ার্ধেও দারুণ ফর্মে ছিল আল নাসর। ম্যাচের ৫৭তম মিনিটে ডিফেন্ডার সিমাকান স্কোরলাইন ২-০ করেন। অ্যাঞ্জেলোর নিখুঁত ফ্রি-কিক থেকে ভেসে আসা বলটি হেড করে জালে জড়ান এই ফরাসি ডিফেন্ডার।
তবে ৭২তম মিনিটে আল নাসরের গোলরক্ষক বেনটোর ভুলে একটি গোল শোধ করে আল ফাতেহ। ডি-বক্সের ভেতরে চাপের মুখে পড়ে বেনটো প্রতিপক্ষের কাছে বল হারিয়ে ফেলেন। সেই সুযোগে খালি পোস্টে বল পাঠিয়ে ব্যবধান কমান মুরাদ বাটনা।
ম্যাচ শেষ হওয়ার আগেই রোনালদো তার জাদু দেখান। ৮৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে দারুণ একটি গোল করেন সিআর সেভেন। রোনালদোর এই গোল নিশ্চিত করে আল নাসরের জয়। এটি রোনালদোর ক্যারিয়ারের ৯২০তম গোল। সৌদি প্রো লিগে তার সাম্প্রতিক পারফরম্যান্সও অসাধারণ। শেষ আট ম্যাচে ১০টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। দলের এমন সাফল্যে বড় ভূমিকা পালন করেছেন রোনালদো। তার অভিজ্ঞতা ও পারফরম্যান্সে নতুন করে প্রাণ পাচ্ছে আল নাসরের আক্রমণভাগ। সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে রোনালদোর দল।
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…