সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট অব্যাহত। রোববার (২৬ জানুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে আল ফাতেহ’র বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদোর এক গোলসহ ফরাসি ডিফেন্ডার সিমাকানের হেড এবং প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় আল নাসর। এ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আল নাসর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের ৪১তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মারওয়ানে সাদানে নিজেদের জালে বল পাঠালে প্রথম গোল পায় আল নাসর। আত্মঘাতী এই গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোর দল।
দ্বিতীয়ার্ধেও দারুণ ফর্মে ছিল আল নাসর। ম্যাচের ৫৭তম মিনিটে ডিফেন্ডার সিমাকান স্কোরলাইন ২-০ করেন। অ্যাঞ্জেলোর নিখুঁত ফ্রি-কিক থেকে ভেসে আসা বলটি হেড করে জালে জড়ান এই ফরাসি ডিফেন্ডার।
তবে ৭২তম মিনিটে আল নাসরের গোলরক্ষক বেনটোর ভুলে একটি গোল শোধ করে আল ফাতেহ। ডি-বক্সের ভেতরে চাপের মুখে পড়ে বেনটো প্রতিপক্ষের কাছে বল হারিয়ে ফেলেন। সেই সুযোগে খালি পোস্টে বল পাঠিয়ে ব্যবধান কমান মুরাদ বাটনা।
ম্যাচ শেষ হওয়ার আগেই রোনালদো তার জাদু দেখান। ৮৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে দারুণ একটি গোল করেন সিআর সেভেন। রোনালদোর এই গোল নিশ্চিত করে আল নাসরের জয়। এটি রোনালদোর ক্যারিয়ারের ৯২০তম গোল। সৌদি প্রো লিগে তার সাম্প্রতিক পারফরম্যান্সও অসাধারণ। শেষ আট ম্যাচে ১০টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। দলের এমন সাফল্যে বড় ভূমিকা পালন করেছেন রোনালদো। তার অভিজ্ঞতা ও পারফরম্যান্সে নতুন করে প্রাণ পাচ্ছে আল নাসরের আক্রমণভাগ। সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে রোনালদোর দল।
[gallery ids="7275"] বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন…
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…