টানা দুটি পেনাল্টি মিসের হতাশায় ভুগছিলেন কিলিয়ান এমবাপে। তবে হতাশা সরিয়ে ফিল্ড গোল দিয়ে নিজের ছন্দে ফিরেছেন ফরাসি এই সুপারস্টার। শনিবার রাতে জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলে দারুণ জয়ের একটি গোল এসেছে তার পা থেকে। সেই সঙ্গে রিয়াল কমিয়েছে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান, যা শিরোপার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

জিরোনার বিপক্ষে রিয়ালের অন্য দুটি গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও তরুণ তারকা আর্দা গুলের। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা একই দিনে রিয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারালে সুবিধা আদায় করে নেয় রিয়াল।
জিরোনার মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ৩৬ মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান আর্দা গুলের, যিনি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। এর ঠিক সাত মিনিট পর, ম্যাচের ৬২ মিনিটে কিলিয়ান এমবাপে তার চিরচেনা স্কিলে গোল করে জিরোনার শেষ রক্ষণভাগে পেরেক ঠুকে দেন।
তবে ম্যাচে কিছুটা উদ্বেগ ছড়ায় বেলিংহ্যামের চোট পাওয়া। দ্বিতীয়ার্ধে একটি সংঘর্ষে পড়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। যদিও খেলা শেষে মাঠে ফিরে হালকা ফিটনেস অনুশীলনে যোগ দেন তিনি, যা রিয়াল সমর্থকদের স্বস্তি এনে দেয়।q
এই জয়ে লা লিগায় রিয়ালের অবস্থান আরো মজবুত হয়েছে। ১৭ ম্যাচ শেষে ১১ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ এখন ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শীর্ষে ওঠার সুযোগ উজ্জ্বল, কারণ বার্সেলোনার সংগ্রহ ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট।
বার্সেলোনা ও রিয়ালের মধ্যে পয়েন্ট ব্যবধান কমে যাওয়ায় লা লিগার শিরোপার লড়াই নতুন উত্তেজনা পাচ্ছে। দুই দলের সামনের ম্যাচগুলোই হয়তো নির্ধারণ করবে কার হাতে উঠবে এ মৌসুমের মুকুট।
রিয়াল মাদ্রিদের এমন দারুণ পারফরম্যান্স এবং এমবাপের ফর্মে ফেরা ক্লাবটির সমর্থকদের জন্য যেমন আশার বার্তা নিয়ে এসেছে, তেমনি বেলিংহ্যামের চোটমুক্তি পরবর্তী ম্যাচগুলোতে দলটির পরিকল্পনায় স্বস্তি যোগ করবে। একই রাতে ভিন্ন ম্যাচে ড্র করেছে বার্সেলোনা ও ম্যানসিটি