ভিন্ন মাঠ, ভিন্ন প্রতিপক্ষ, তবুও রোনালদোর পুরোনো জাদু!
বয়স যেন শুধুই সংখ্যা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। ফুটবল মাঠে প্রতিনিয়তই নিজের সক্ষমতা প্রমাণ করে চলেছেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে শুক্রবার দামাকের বিপক্ষে আল নাস্রের হয়ে জোড়া গোল করে আবারও চেনা রূপে ধরা দিলেন রোনালদো। তার অসাধারণ পারফরম্যান্সে ঘরের মাঠে ২-০ গোলের জয় তুলে নেয় আল নাস্র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আল নাস্র। সপ্তদশ মিনিটে রেফারির পেনাল্টি বাঁশি দলকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। চাপহীন, দৃঢ় মানসিকতায় স্পটকিক থেকে গোল করেন রোনালদো, যার মাধ্যমে দল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আরও উত্তেজনা। ৫৬তম মিনিটে দামাক ১০ জনের দলে পরিণত হয়, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাস্রের হাতে এনে দেয়। ম্যাচের ৭৯তম মিনিটে সতীর্থের নিখুঁত পাস থেকে কাছ থেকে শটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এই গোল নিশ্চিত করে দেয় আল নাস্রের জয়।
৩৯ বছর বয়সেও রোনালদোর পারফরম্যান্স নজরকাড়া। শুক্রবারের ম্যাচে তার ক্যারিয়ার গোল সংখ্যা পৌঁছেছে ৯১৫-এ। ২০২৩ সালের এই পর্যন্ত তিনি ৫০টি ম্যাচে করেছেন ৪২টি গোল। অসাধারণ এই পরিসংখ্যান শুধু তার দক্ষতা নয়, তার ফিটনেস ও মানসিক শক্তিরও প্রমাণ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও সোমবার আল গারাফার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। সৌদি প্রো লিগের গত রাউন্ডে হারের পর এই জয় আল নাস্রের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাস্র। অন্যদিকে, ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ, তাদের পয়েন্ট ৩০।
ক্রিস্তিয়ানো রোনালদো আবারও প্রমাণ করেছেন, ফুটবলের মঞ্চে তিনি অপ্রতিদ্বন্দ্বী। বয়স তাকে থামাতে পারেনি, বরং আরও পরিণত করেছে। আল নাস্রের হয়ে তার ধারাবাহিকতা দলকে শিরোপার দৌড়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফুটবলবিশ্বের এই মহাতারকার ম্যাজিক উপভোগ করতে আরও অনেক ম্যাচের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
রিয়ালের জুজু কাটিয়ে লিভারপুলের ঐতিহাসিক জয়
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…