বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটিতে জয় পাওয়া হলো না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বুধবার (২০ নভেম্বর) কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগে ভেনেজুয়েলার সঙ্গেও একই ব্যবধানে ড্র করে দোরিভাল জুনিয়রের দল। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল।
সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে আক্রমণ ভাগে ধারালো ফুটবল খেলতে ব্যর্থ হয় ব্রাজিল। সাতটি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। অন্যদিকে, মার্সেলো বিয়েলসার অধীনে খেলতে নামা উরুগুয়ে নিজেদের রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল। দুই দলই গোলের জন্য বিশেষ কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উরুগুয়ে তাদের আক্রমণাত্মক খেলায় পরিবর্তন আনে এবং এর ফলও পায়। ৫৫তম মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে দেয় উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার বাঁকানো শট ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়।
গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ব্রাজিল। তাদের প্রচেষ্টার ফল আসে ৬২তম মিনিটে। উরুগুয়ের ডি-বক্সে সৃষ্টি হওয়া জটলা থেকে ডিফেন্ডাররা বল সঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান গারসন। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট সরাসরি উরুগুয়ের জালে পৌঁছে যায়। এই গোলে সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।
গোল শোধের পর ব্রাজিল আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এবং ইঘোরের নেতৃত্বে একের পর এক আক্রমণ হলেও উরুগুয়ের রক্ষণভাগ দারুণভাবে তা সামাল দেয়। শেষ দিকে দুই দলই গোল করার সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই সফল হতে পারেনি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর পেরুর বিপক্ষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা।
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ব্রাজিলের জন্য হতাশাজনক হলেও দোরিভাল জুনিয়রের দলের সামনে এখনও সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। তবে কনমেবল বাছাইপর্বে প্রতিটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে, তাই সামনের ম্যাচগুলোতে দলকে আরও সংগঠিত ও আক্রমণাত্মক হতে হবে।
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…