ক্যাটাগরি গুলো: ফুটবল

সব জল্পনা-কল্পনার অবসান, রদ্রির হাতে ব্যালন ডি’অর

ভিনিসিয়াসকে ঘিরে ব্যালন ডি’অর জয়ের জল্পনা-কল্পনার অবসান

রদ্রির হাতে ব্যালন ডিঅর

ব্যালন ডি’অর জয়ের তালিকায় শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচিত মুখ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। অবশেষে অবসান হলো সকল জল্পনার কল্পনার। ২০২৪ ব্যালন ডি’অর জয় করে স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি স্পেনের ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন। অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ঘোষণা করেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী, এসি মিলানের কিংবদন্তি জর্জ উইয়াহ।

প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলতে গিয়ে এসিএল চোটে পড়েন রদ্রি, তাই কালো স্যুট ও বো-টাই পরে ক্রাচে ভর দিয়ে উপস্থিত হন মঞ্চে। সবার চোখের সামনেই রদ্রি তার প্রেমিকা লরার পাশে দাঁড়িয়ে গর্বের সঙ্গে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কারটি গ্রহণ করেন।

গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্স ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছে এবং স্পেনের জার্সিতে ইউরো শিরোপা জয়েও তার অবদান ছিল। সব মিলিয়ে ৬৩ ম্যাচে ১২ গোল ও ১৬টি অ্যাসিস্টের অনন্য রেকর্ড ছিল তার। স্পেনের জন্য এটি একটি বিশেষ অর্জন, কারণ ৬৪ বছর পর রদ্রি এই ট্রফি জিতলেন, যা এর আগে ১৯৬০ সালে জিতেছিলেন লুইস সুয়ারেজ।

পুরস্কার নিতে গিয়ে স্প্যানিশ ভাষায় রদ্রি বলেন, “এটি আমার, আমার পরিবার এবং দেশের জন্য একটি বিশেষ দিন।” উল্লেখযোগ্যভাবে এই দিনটি তার ও লরার অষ্টম বার্ষিকীও ছিল, যা এই অর্জনকে আরও রোমাঞ্চকর করে তোলে।

এবারের তালিকায় রদ্রির প্রতিদ্বন্দ্বী হিসেবে ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং লাউতারো মার্টিনেজের মতো তারকারা ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইভরিকোস্টের কিংবদন্তি দিদিয়ের দ্রগবা এবং ফরাসি সংবাদকর্মী স্যান্ডি হেরিবার্ট। অন্যদিকে, সর্বোচ্চ ৫২ গোল করে জার্ড মুলার ট্রফি যৌথভাবে জয় করেছেন এমবাপে ও হ্যারি কেইন।

ওমেন’স ব্যালন ডি’অর: মহিলা ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়ের স্পেনের আইতানা বনমাটি। কোপা ট্রফি জয় করেন স্পেন ও বার্সেলোনা তরুণ তুরকি লামিন ইয়ামাল। ইয়াশিন ট্রফি সেরা গোলকিপারের পুরস্কার জয় করেন আর্জেন্টাইন বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ক্লাব অফ দ্য ইয়ার: রিয়েল মাদ্রিদ। কোচ অফ দ্য ইয়ার: কার্লো আন্সেলোত্তি (রিয়াল মাদ্রিদ)।

এবারের ব্যালন ডি’অর তালিকায় নেই মেসি ও রোনালদোর মতো মহাতারকাদের নাম, যারা দীর্ঘ দুই দশক ধরে ফুটবলে আধিপত্য ধরে রেখেছিলেন। তাদের অনুপস্থিতিতে ফুটবল বিশ্বে একটি নতুন তারকা যুগের সূচনা হয়েছে।

আরও পড়ুন

ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা: কবে, কোথায় ও কখন?

ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা: কে হচ্ছেন বর্ষসেরা

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বরগুনায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

বরগুনার আমতলীতে শুরু হচ্ছে “বিডি লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম  আয়োজন করতে যাচ্ছে…

সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…

সেপ্টেম্বর ২, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের ডায়ালপ্যাড হঠাৎ বদলে গেল কেন? জেনে নিন!

সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…

আগস্ট ২৪, ২০২৫
  • স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…

আগস্ট ১৯, ২০২৫
  • আন্তর্জাতিক

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…

জুলাই ২৬, ২০২৫
  • সৌরজগৎ

সৌরজগতের প্রান্তে নতুন এক রহস্যময় বামন গ্রহের সন্ধান

সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…

জুলাই ২৫, ২০২৫