২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
দুই বছর আগে সাফের শেষ আসরে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি। গতকাল রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ।
ম্যাচের ৭ম মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যায়। তহুরা খাতুন এরপর শিউলি আজিমের পাস থেকে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২৬ মিনিটে মনিকার ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় বল জালে পাঠান সাবিনা খাতুন, যা তার চলতি আসরের প্রথম গোল।
৩৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। বক্সের ওপরে থেকে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দুই মিনিট পর সাবিনা খাতুন বাম দিক থেকে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগে ভুটানের ডেকি লাহজম একটি গোল করে ব্যবধান কমালেও বাংলাদেশ ৫-১ গোল নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর কিছুটা ধীরগতিতে খেলতে থাকে বাংলাদেশ। তবে ৫৮ মিনিটে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন। কোচ বাটলার এরপর একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন, সাবিনা, সাগরিকা ও ঋতুপর্ণাকে তুলে মাঠে নামান স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও সানজিদা আক্তারকে। এই ম্যাচে রিপার সাফে অভিষেক হয়।
৭২তম মিনিটে সানজিদার কর্নার থেকে শিউলি আজিমের হেডে বল জালে প্রবেশ করে, এবং বাংলাদেশ ৭-১ গোলে এগিয়ে যায়। শেষ বাঁশি বাজার পর উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ দল, প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার আনন্দে।
আরও পড়ুন
বরগুনায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার
এল ক্লাসিকো: রিয়ালের মাঠে বার্সেলোনার ৪-০ গোলে দুর্দান্ত জয়
কমলা নাকি ট্রাম্প: চীনারা কাকে মার্কিন প্রেসিডেন্ট চান
এল ক্লাসিকো: লা লিগার শীর্ষে থাকার লড়াইয়ে মুখোমুখি রিয়াল-বার্সা