২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নেই। ব্রাজিলের লক্ষ্য সবসময়ই শিরোপা জয়, যা বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য স্বাভাবিক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের মূল লক্ষ্য হবে শিরোপা ঘরে তোলা। তবে ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো আগেই একটি শর্ত উল্লেখ করেছেন—চ্যাম্পিয়ন হতে হলে নেইমারকে প্রয়োজন।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো এ কথা বলেছেন। ২৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদ উইঙ্গার গত শুক্রবার বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে গোল করে ব্রাজিলকে জয় এনে দেন। বাছাইপর্বে টানা তিনটি হারের পর দরিভাল জুনিয়রের দল জয় পেয়েছে।
চোটে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে রদ্রিগো বলেন, ‘নেইমার আমাদের তারকা এবং সেরা খেলোয়াড়। তাঁর অভাব কতটা অনুভব হয়, তা সবাই জানে। বিশ্বকাপ জিততে হলে তাঁর সাহায্য প্রয়োজন হবে এবং আমাদেরও তাঁকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই চাই নেইমার সুস্থ হয়ে উঠুক, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাঁকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’
ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে, ৭ ম্যাচে তাদের ১০ পয়েন্ট। আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে খেলবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে, সপ্তম দলটিকে প্লে-অফ খেলতে হবে।
গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমার বাঁ পায়ে লিগামেন্টে চোট পান এবং ২ নভেম্বর অস্ত্রোপচার করা হয়। সৌদি ক্লাব আল-হিলালের হয়ে খেলা নেইমার কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে আগামী বছরের আগে তাঁর ফেরা সম্ভব নয়। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে নেইমার লিখেছেন, ‘নীরবে কাজ করে যাও, হাল ছেড়ো না।’
রদ্রিগো জানান, নেইমারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ আছে এবং নেইমারকে তিনি নিজের আদর্শ খেলোয়াড় হিসেবে দেখেন। ‘আমরা সবসময় একে অপরকে বার্তা পাঠাই। তিনি অসাধারণ সতীর্থ, এবং মানুষ হিসেবেও তিনি আমার আদর্শ।’
রিয়ালের হয়ে গত মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচে ১০ গোল করেছেন রদ্রিগো এবং চ্যাম্পিয়নস লিগেও ৫ গোল করেন।
দেশের ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশা রদ্রিগো
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…