কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন প্রতিদিন খাবার খেয়ে শক্তি, প্রাণশক্তি ও কর্মক্ষমতা ফিরে পাই, ঠিক তেমনি একটি ডিভাইসের প্রাণশক্তি যোগায় চার্জার বা অ্যাডাপ্টার। চার্জার ছাড়া ডিভাইস কেবলই একটি নিস্ক্রিয় বস্তু হয়ে পড়ে—চালানো যায় না, ব্যবহারও সম্ভব হয় না।
কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি, চার্জারের রঙ সবসময় প্রায় একই থাকে? অধিকাংশ স্মার্টফোন কিংবা ল্যাপটপ চার্জার হয় কালো বা সাদা। অনেকেই প্রশ্ন করেন—কেন শুধু এই দুই রঙ? লাল, নীল, সবুজ কিংবা অন্য কোনো রঙের চার্জার কেন তৈরি হয় না?
এখানে মূল বিষয় হলো রঙের তাপ শোষণ ও পরিবাহিতা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, প্রতিটি রঙ ভিন্ন মাত্রায় তাপ শোষণ করে। এর মধ্যে কালো রঙ সবচেয়ে বেশি তাপ শোষণক্ষম। চার্জারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে যন্ত্রাংশ গরম হয়ে যায়। যদি এটি খুব বেশি উত্তপ্ত হয়, তবে শর্ট সার্কিট, চার্জার নষ্ট হয়ে যাওয়া কিংবা ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
কালো রঙ এই ঝুঁকিকে অনেকটাই সামলাতে সক্ষম, কারণ এর গঠন এমন যে এটি দ্রুত তাপ শোষণ করে আবার ধীরে ধীরে বাইরে বিকিরণও করতে পারে। ফলে চার্জারের ভেতরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না। এ কারণেই অনেক প্রতিষ্ঠান কালো রঙের চার্জারকেই মানসম্মত ও নিরাপদ হিসেবে বেছে নেয়।
অন্যদিকে, সাদা রঙের চার্জারও দিন দিন জনপ্রিয় হচ্ছে। কারণ সাদা রঙ সূর্যের আলো বা বাইরের তাপ সহজে শোষণ করে না, বরং প্রতিফলিত করে। ফলে এটি কালো রঙের তুলনায় আরও কম গরম হয়। এজন্যই অ্যাপল, রেডমি, ভিভো, রিয়েলমি, অপো কিংবা ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডগুলো আজকাল সাদা চার্জার সরবরাহ করছে।
শুধু প্রযুক্তিগত কারণই নয়, এর সঙ্গে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ। কালো চার্জারের কাঁচামাল তুলনামূলক সস্তা এবং উৎপাদন প্রক্রিয়াও সহজ। তাই ইলেকট্রনিকস কোম্পানিগুলোর জন্য এটি একটি সাশ্রয়ী সমাধান। এই কারণেও কালো চার্জার দীর্ঘদিন ধরে বাজারে প্রাধান্য বিস্তার করেছে।
অ্যাপল সবসময় তাদের ব্র্যান্ড ইমেজ বজায় রাখতে সাদা চার্জারকেই বেছে নিয়েছে। অন্যদিকে চীনা ব্র্যান্ডগুলোও এখন সাদা চার্জারের দিকে ঝুঁকছে, কারণ ব্যবহারকারীরা এটিকে আধুনিক, মার্জিত এবং প্রিমিয়াম ডিজাইনের অংশ হিসেবে দেখছেন। কালো রঙ এখনও বহুল ব্যবহৃত হলেও সাদা চার্জার বর্তমানে স্টাইল ও ব্র্যান্ডিংয়ের প্রতীক হয়ে উঠেছে।
চার্জার কেবল বিদ্যুৎ সরবরাহকারী নয়, বরং এটি একটি ডিভাইসের নিরাপত্তা, স্থায়িত্ব ও কার্যকারিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এর রঙ নির্বাচনও গভীর গবেষণা, বৈজ্ঞানিক যুক্তি ও ব্যবসায়িক কৌশলের ওপর নির্ভর করে। কালো চার্জার সাশ্রয়ী ও নিরাপদ, আর সাদা চার্জার আধুনিকতা ও স্টাইলের প্রতীক। এই দুইয়ের বাইরে অন্য রঙে চার্জার বাজারে না আসার অন্যতম কারণও এটাই।
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…
নিশ্চিতভাবেই গ্যালাক্সি ফোল্ড৭ ও ফ্লিপ৭-এর মোড়ক উন্মোচনের রেশ কাটেনি, এরই মধ্যে স্যামসাং-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন…