ক্যাটাগরি গুলো: স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

মাছ নাকি মাংস? সুস্থ জীবনের জন্য সুষম পছন্দ

মাছ নাকি মাংস

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই যেন এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিনের সাধারণ খাবার হোক কিংবা বিয়ে, ঈদ, পূজা, নববর্ষের মতো উৎসবের বিশেষ আয়োজন— সবখানেই মাছ-মাংসের পদ থাকে সমানভাবে। তবে প্রশ্ন রয়ে যায়, আমাদের শরীরের জন্য কোনটি বেশি দরকার—মাছ না মাংস?

পুষ্টিবিদদের মতে, মাছ ও মাংস দুটোতেই আছে প্রোটিনসহ নানা অপরিহার্য পুষ্টি উপাদান। তবে তাদের উপকারিতা এবং সম্ভাব্য ঝুঁকি এক নয়। এজন্য বিশেষজ্ঞরা একটিকে বাদ দিয়ে অন্যটি খাওয়ার পরামর্শ দেন না; বরং খাদ্যতালিকায় দুটোকেই সুষমভাবে রাখার কথা বলেন।

মাছের উপকারিতা – ‘বাংলার সোনার খনি’

বাংলাদেশকে বলা হয় ‘মাছের দেশ’। কারণ এখানকার মানুষের প্রাত্যহিক জীবনে মাছের উপস্থিতি সর্বত্র। মাছ শুধু রুচি বাড়ায় না, শরীরের জন্যও অত্যন্ত উপকারী।

  • প্রোটিনের উৎকৃষ্ট উৎস: মাছের প্রোটিন সহজপাচ্য এবং শরীর গঠনে সহায়ক।
  • ভিটামিন ও খনিজ: এতে থাকে ভিটামিন ডি, ভিটামিন বি-১২, আয়োডিন ও সেলেনিয়াম।
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্কের কার্যক্ষমতা, হৃদযন্ত্রের সুস্থতা ও চোখের দৃষ্টিশক্তির জন্য ওমেগা-৩ খুবই জরুরি।

বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দু’বার মাছ খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। সামুদ্রিক চর্বিযুক্ত মাছ যেমন—স্যামন, সার্ডিন বা টুনায় প্রচুর ওমেগা-৩ থাকে। বাংলাদেশেও রুই, কাতলা, মাগুর বা টেংরা জাতীয় মাছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড ও পুষ্টি উপাদান বিদ্যমান।

মাংসের উপকারিতা – প্রোটিন ও শক্তির ভাণ্ডার

মাছের পাশাপাশি মাংসও মানুষের প্রাচীন খাদ্যাভ্যাসের অংশ। এটি শরীরের জন্য অন্যতম প্রোটিনের উৎস এবং শক্তি জোগানোর প্রধান খাদ্য উপাদান।

  • আয়রন: লাল মাংসে প্রচুর আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। বিশেষ করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর।
  • ভিটামিন বি-১২: স্নায়ুর কার্যকারিতা ও কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ।
  • জিঙ্ক ও সেলেনিয়াম: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষকে সুরক্ষা দেয়।

লাল মাংস (গরু, খাসি, ভেড়া) আয়রনে সমৃদ্ধ হলেও এতে ফ্যাট বা চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। অন্যদিকে, মুরগি ও হাঁসের মতো সাদা মাংসে প্রোটিন থাকলেও চর্বির পরিমাণ তুলনামূলক কম, ফলে তা অপেক্ষাকৃত স্বাস্থ্যকর।

ঝুঁকি ও সচেতনতা

খাবারের উপকারিতা যেমন আছে, তেমনি অতিরিক্ত বা অযথাযথভাবে খেলে ক্ষতির আশঙ্কাও থাকে।

  • লাল মাংসের ঝুঁকি: অতিরিক্ত লাল মাংস খাওয়ার সঙ্গে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও কোলন ক্যানসারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।
  • মাছের ঝুঁকি: দূষিত নদী বা সমুদ্রের মাছ খেলে দেহে পারদের (Mercury) মাত্রা বেড়ে যেতে পারে, যা স্নায়ু ও কিডনির জন্য ক্ষতিকর।
  • ভেজাল ও অসুস্থ প্রাণী: বাজারে অনেক সময় ভেজাল বা অস্বাস্থ্যকর উপায়ে বড় করা মাছ ও মাংস পাওয়া যায়, যা খেলে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই নিরাপদ উৎস থেকে মাছ-মাংস কিনে সঠিকভাবে রান্না করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শরীরের জন্য কোনটা বেশি দরকার?

পুষ্টিবিদদের মতে, মানুষের শরীরের জন্য মাছ ও মাংস দুটোই প্রয়োজনীয়। তবে খাওয়ার ধরন ও পরিমাণে সচেতন হওয়া জরুরি।

  • সপ্তাহে অন্তত ২–৩ দিন মাছ রাখা উচিত।
  • লাল মাংস সপ্তাহে ১–২ দিন খাওয়া যেতে পারে, তবে চর্বি কমিয়ে ও পরিমাণ সীমিত রাখতে হবে।
  • সাদা মাংস (মুরগি, হাঁস) লাল মাংসের তুলনায় স্বাস্থ্যকর।
  • মাছ-মাংসের পাশাপাশি প্রতিদিন শাকসবজি, ডাল, ফলমূল এবং শস্যজাত খাবার খেতে হবে, যাতে খাদ্যতালিকা সুষম হয়।

শরীরের জন্য কোনো একক খাবারই যথেষ্ট নয়। মাছ-মাংস দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, তবে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খাওয়া জরুরি। এক কথায়—

“সুষম খাদ্যই সুস্বাস্থ্য নিশ্চিত করে।”

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…

নভেম্বর ১৮, ২০২৫
  • ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

আর্সেনালের ঐতিহ্যবাহী ঘরের মাঠ এমিরাটস স্টেডিয়াম শনিবার রাত ১০টায় পরিণত হতে যাচ্ছে এক রঙিন ফুটবল…

নভেম্বর ১৫, ২০২৫
  • দূর্ঘটনা

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।…

নভেম্বর ২, ২০২৫
  • দূর্ঘটনা

হংকংয়ে এমিরেটস কার্গো প্লেন সাগরে; রানওয়ে দুর্ঘটনায় নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…

অক্টোবর ২০, ২০২৫
  • অপরাধ

আরমানিটোলায় প্রেমঘটিত ঘটনায় জবি ছাত্রদল নেতা খুন

পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…

অক্টোবর ২০, ২০২৫
  • রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার ব্যাখ্যা দিলেন এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…

অক্টোবর ১৯, ২০২৫