ক্যাটাগরি গুলো: ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

কামাভিঙ্গা রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি পয়েন্ট হয়ে উঠেছে স্বর্ণমূল্য। সেই যুদ্ধের অংশ হিসেবেই আজ রবিবার রাতে আলাভেসের মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। নাটক, উত্তেজনা আর লাল কার্ডে মোড়া এই ম্যাচ শেষে কামাভিঙ্গার একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

এই জয় রিয়াল মাদ্রিদকে টেবিলের দুই নম্বরে আরও শক্তভাবে স্থাপন করেছে। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৬৬, যেখানে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। দু’দলেরই বাকি আছে ৭টি করে ম্যাচ। এমন সমীকরণে শিরোপার লড়াই জমে উঠেছে তুমুলভাবে। শেষ মুহূর্ত পর্যন্ত কে হাসবে শেষ হাসি, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল রিয়াল। ম্যাচের ৯ মিনিটেই প্রথম সুযোগ তৈরি করেন তরুণ তারকা আরদা গুলের। তবে কাছাকাছি থেকে নেওয়া শটটি পোস্টের বাইরে চলে যায়। এরপর ২০ মিনিটে রাউল আসেনসিওর নেওয়া শট জালে জড়ালেও রেফারির বাঁশিতে গোল বাতিল হয়ে যায়, কারণ এর আগে হয়েছিল ফাউল।

শেষ পর্যন্ত ৩৪ মিনিটে সেই হতাশা ভুলিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে আলাভেসের গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন এই ফরাসি মিডফিল্ডার। গোলের পর রিয়াল এগিয়ে গেলেও, আসল নাটক তখনো বাকি।

গোলের চার মিনিট পরই ম্যাচে আসে নাটকীয় মোড়। আলাভেসের আন্তনিও ব্লাঙ্কোর বিরুদ্ধে বাজে ট্যাকেল করে শুরুতে হলুদ কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিএআর পর্যালোচনায় রেফারি সিদ্ধান্ত পাল্টে দেন এবং এমবাপ্পেকে সরাসরি লাল কার্ড দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।

একজন কম নিয়েও প্রথমার্ধে আর গোল হজম না করে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক আলাভেস। একজন বেশি থাকায় তারা রিয়াল রক্ষণভাগে চাপ বাড়ানোর চেষ্টা চালায়। তবে আনচেলত্তির শিষ্যরা দারুণভাবে সামলে নেয় প্রতিপক্ষের আক্রমণ।

৭০ মিনিটে রিয়ালের জন্য আসে স্বস্তির মুহূর্ত। বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলাভেসের মানু সানচেজ। দুই দলই তখন ১০ জনে পরিণত হয়।

শেষ সময় পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। আলাভেসও আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত করে চ্যাম্পিয়নশিপ স্বপ্ন টিকিয়ে রাখল লস ব্লাঙ্কোসরা।

এই জয় রিয়ালের জন্য শুধু তিন পয়েন্ট নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক জয়ের সমানও বটে। ১০ জনের দল নিয়েও যেভাবে প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়ল, তাতে বার্সেলোনার ওপর চাপ তৈরি হওয়াটা একেবারেই স্বাভাবিক।

লা লিগার বাকি ম্যাচগুলো এখন হয়ে উঠছে একেকটি ফাইনালের মতো। ৭ ম্যাচে কী হয়, তা ভবিষ্যতের হাতেই। তবে আজকের পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে, রিয়াল মাদ্রিদ এখনো শেষ কথা বলার জন্য প্রস্তুত!

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আজ সন্ধ্যায় বাংলাদেশ-ভারত লড়াই, মাঠে নামবেন হামজা

বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের তৃতীয়…

মার্চ ২৫, ২০২৫