আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্বকাপ ২০২৬-এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে। বুয়েন্স এইরেসের ঐতিহাসিক এল মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ম্যাচের আগে বড় ধরনের পরিবর্তন এনেছে ব্রাজিল দল, যেখানে শুরুর একাদশে ছয়টি পরিবর্তন নিশ্চিত করেছেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডের চোট ও নিষেধাজ্ঞাজনিত সমস্যার কারণে চারটি বাধ্যতামূলক পরিবর্তন করেছেন। লিভারপুলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার ও ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার গেরসন চোটের কারণে একাদশের বাইরে চলে গেছেন। এদিকে, হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে দলে জায়গা পাননি আর্সেনালের রক্ষণভাগের শক্তি গ্যাব্রিয়েল মাগালhãয়েস এবং নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস।
এর পাশাপাশি কৌশলগত কারণে আরও দুটি পরিবর্তন এনেছেন কোচ দরিভাল। আগের ম্যাচে একাদশে থাকা মোনাকোর ডিফেন্ডার ভ্যান্দারসন ও ব্রাইটনের ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে বেঞ্চে পাঠানো হয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নতুন দুই খেলোয়াড়।
এই ছয়জনের পরিবর্তে ব্রাজিলের একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে আল নাসরের গোলরক্ষক বেন্তো, নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্ডার মুরিল্লো, ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলি, উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার আন্দ্রে, নিউক্যাসলের জোয়েলিনতন ও উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড মাথেয়াস কুনিয়া।
নতুন একাদশে এই পরিবর্তনগুলো এভাবেই হয়েছে:
সংবাদ সম্মেলনে একাদশের ব্যাপারে কথা বলতে গিয়ে দরিভাল জুনিয়র বলেন,
“আমাদের চারটি পরিবর্তন আগে থেকেই নিশ্চিত ছিল। চোট ও নিষেধাজ্ঞার কারণে আমরা অ্যালিসন, গ্যাব্রিয়েল, গিমারেস ও গেরসনকে হারিয়েছি। পাশাপাশি, কৌশলগত কারণে আরও দুটি পরিবর্তন করেছি। পেদ্রোর বদলে কুনিয়া ও ভ্যান্দারসনের বদলে ওয়েসলি খেলবে। আমরা দলকে নতুন করে সাজিয়েছি, যাতে প্রতিপক্ষের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স দিতে পারি।”
বর্তমানে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আসন্ন ম্যাচে অন্তত ড্র করতে পারলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে আর্জেন্টিনার।
এই বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের এটি দ্বিতীয় মুখোমুখি লড়াই। প্রথম ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা, যেখানে একমাত্র গোলটি করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এবার ঘরের মাঠে সেই জয় পুনরাবৃত্তি করতে চায় আর্জেন্টিনা, অন্যদিকে ব্রাজিল চায় প্রতিশোধ নিতে।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র যে একাদশ ঘোষণা করেছেন, তা হলো—
গোলরক্ষক: বেন্তো
রক্ষণ: ওয়েসলি, মার্কিনিয়োস, মুরিল্লো, গিলের্মে আরানা
মিডফিল্ড: আন্দ্রে, জোয়েলিনতন, রাফিনিয়া
আক্রমণ: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মাথেয়াস কুনিয়া
এই ম্যাচ যে উত্তেজনার পারদ আরও বাড়াবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি ঐতিহাসিক লড়াইয়ের জন্য!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…
গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…
আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…
আর্সেনালের ঐতিহ্যবাহী ঘরের মাঠ এমিরাটস স্টেডিয়াম শনিবার রাত ১০টায় পরিণত হতে যাচ্ছে এক রঙিন ফুটবল…
বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।…