
বিশ্বকাপ ২০২৬-এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২২ মার্চ উরুগুয়ে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল। আসন্ন এই ম্যাচগুলোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ। তবে সবচেয়ে বড় চমক—দলে নেই লিওনেল মেসি!
শুধু মেসিই নন, স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরও ছয়জন ফুটবলার। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি ও পাওলো দিবালার। ফলে তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে নতুনভাবে সাজানো আর্জেন্টিনা দলকে মাঠে দেখা যাবে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সূচি
- উরুগুয়ের বিপক্ষে ম্যাচ: ২২ মার্চ, বাংলাদেশ সময় ভোর ৫:৩০
- ব্রাজিলের বিপক্ষে ম্যাচ: ২৬ মার্চ, বাংলাদেশ সময় ভোর ৬:০০
আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক:
- এমিলিয়ানো মার্টিনেজ
- হেরেনিমো রুলি
- ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার:
- নাহুয়েল মলিনা
- হুয়ান ফয়েথ
- ক্রিস্টিয়ান রোমেরো
- হেরমান পেসেলা
- লিওনার্দো বালেরদি
- নিকোলাস ওতামেন্দি
- ফাকুন্দো মেদিনা
- নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার:
- লিয়ান্দ্রো পারেদেস
- এনজো ফার্নান্দেজ
- রদ্রিগো দি পল
- এজেকিয়েল পালাসিওস
- অ্যালেক্সিস ম্যাক আলিস্টার
- মাক্সিমো পেরোনে
ফরোয়ার্ড:
- জুলিয়ানো সিমিওনে
- বেঞ্জামিন দমিনগেজ
- থিয়াগো আলমাদা
- নিকোলাস গঞ্জালেস
- নিকোলাস পাজ
- আনহেল কোরেয়া
- হুলিয়ান আলভারেজ
- লাওতারো মার্তিনেজ
- সান্তিয়াগো কাস্ত্রো
আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসির অনুপস্থিতি ফুটবল ভক্তদের জন্য বেশ বড় এক ধাক্কা। যদিও মেসির ইনজুরি বা ব্যক্তিগত কারণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা আসেনি। অন্যদিকে, তরুণ প্রতিভাদের মধ্যে ক্লদিও এচেভেরি ও আলেহান্দ্রো গারনাচোর মতো খেলোয়াড়ের দলে জায়গা না পাওয়াও অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে।
অন্যদিকে, নতুন মুখ হিসেবে দলে ঢুকেছেন নিকোলাস পাজ ও সান্তিয়াগো কাস্ত্রো। এছাড়া অভিজ্ঞদের মধ্যে আনহেল কোরেয়া, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ থাকায় আক্রমণভাগ বেশ শক্তিশালী থাকছে।
আসন্ন ম্যাচগুলোতে আর্জেন্টিনা কি মেসিকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় পাবে, নাকি দল মেসির অনুপস্থিতি টের পাবে? ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই উত্তরের অপেক্ষায়।