লা লিগার এক অবিস্মরণীয় ম্যাচে মেত্রোপলিতানোতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। প্রথম ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা কাতালান ক্লাবটি নির্ধারিত সময়ের মধ্যে সমতা ফেরানোর পর ইনজুরি টাইমে আরও দুটি গোল করে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এই জয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে লিগের শীর্ষস্থান দখল করেছে।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক অ্যাতলেতিকো মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বার্সেলোনার রক্ষণে একাধিকবার চাপে ফেলে দিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল অ্যাতলেতিকো। তাই দ্বিতীয়ার্ধেও তারা চাপ ধরে রাখে। ৭০তম মিনিটে আলেক্সান্ডার সোরলথ অসাধারণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করলে মনে হচ্ছিল, অ্যাতলেতিকো সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে।
কিন্তু ফুটবল কখনোই সহজ সমীকরণ মানে না! বার্সেলোনা তখনও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়ছিল, আর ঠিক তখনই ম্যাচের দৃশ্যপট বদলে যেতে থাকে।
৭২তম মিনিটে রবার্ট লেভানডোভস্কি নিখুঁত এক শটে গোল করে বার্সার প্রত্যাবর্তনের শুরুটা করেন। এরপর মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফেরান তোরেস রাফিনিয়ার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান (৭৮ মিনিট)।
এরপর ম্যাচটি যখন ২-২ গোলের ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই বার্সেলোনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯০+১) বদলি খেলোয়াড় পেদ্রি গোল করে কাতালানদের এগিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে (৯০+৪ মিনিটে) জোয়াও ফেলিক্স অ্যাতলেতিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন, নিশ্চিত করেন বার্সার ৪-২ ব্যবধানের অবিশ্বাস্য জয়!
এই জয়ে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান ৬০ পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলায় কাতালানরা রিয়াল মাদ্রিদকে টপকে গেছে। অন্যদিকে, অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
হ্যান্সি ফ্লিকের এই দল যে লা লিগার শিরোপার লড়াইয়ে প্রবলভাবে টিকে আছে, তা আরও একবার প্রমাণ করল। মেত্রোপলিতানোতে তাদের এই ঐতিহাসিক জয় হয়তো পুরো মৌসুমের মোড় ঘুরিয়ে দিতে পারে!
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…