ক্যাটাগরি গুলো: ফুটবল

ব্রাজিলের হয়ে এবারও মাঠে নামা হচ্ছে না নেইমারের

বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন নেইমার, ব্রাজিল দলে নতুন তিন মুখ

আবারও ছিটকে গেলেন নেইমার

দীর্ঘ ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেও মাঠে ফেরার স্বপ্ন আরও পিছিয়ে গেল নেইমারের। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্রাজিলের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের উদীয়মান প্রতিভা এনদ্রিক।

নেইমার সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সেই ম্যাচে গুরুতর চোট পেয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। পুনর্বাসন শেষে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের হয়ে ব্রাজিল লিগে ৭ ম্যাচে ৩ গোল এবং সমানসংখ্যক অ্যাসিস্ট করে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমার আবারও চোট পান। ম্যাচ চলাকালীন তার পেশিতে সমস্যা দেখা দেয়, যা শেষ পর্যন্ত গুরুতর প্রমাণিত হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে চোটের কারণে নেইমারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

নেইমারের পাশাপাশি চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ গোলকিপার এদেরসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো। তাদের অনুপস্থিতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করেছেন।

  • এদেরসনের পরিবর্তে লিওঁর গোলকিপার লুকাস পেরি
  • দানিলোর পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো
  • নেইমারের পরিবর্তে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক

ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিম খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়। সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেন,

“দল ঘোষণার পর থেকেই আমাদের মেডিকেল বিভাগ খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিল। বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এদেরসনের অবস্থা আমরা নিবিড়ভাবে দেখছিলাম। চূড়ান্ত মূল্যায়নের পর তাদের পরিবর্তে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে ১২ রাউন্ড শেষে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। পরবর্তী দুই ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে কলম্বিয়া ও আর্জেন্টিনা—দুই দলই ব্রাজিলের ওপরে অবস্থান করছে।

  • ২১ মার্চ: কলম্বিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে
  • ২৬ মার্চ: আর্জেন্টিনার বিপক্ষে বুয়েনস এইরেসে

বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, আর ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে চতুর্থ স্থানে। ব্রাজিলের সংগ্রহ ১৭ পয়েন্ট, যা তাদের জন্য বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেইমারসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে।

এখন দেখার বিষয়, তরুণ তারকা এনদ্রিক এবং অন্যরা কতটা ভালো পারফরম্যান্স করতে পারেন এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচে।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫