দীর্ঘ ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরলেও মাঠে ফেরার স্বপ্ন আরও পিছিয়ে গেল নেইমারের। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্রাজিলের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের উদীয়মান প্রতিভা এনদ্রিক।
নেইমার সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সেই ম্যাচে গুরুতর চোট পেয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। পুনর্বাসন শেষে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের হয়ে ব্রাজিল লিগে ৭ ম্যাচে ৩ গোল এবং সমানসংখ্যক অ্যাসিস্ট করে নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমার আবারও চোট পান। ম্যাচ চলাকালীন তার পেশিতে সমস্যা দেখা দেয়, যা শেষ পর্যন্ত গুরুতর প্রমাণিত হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে চোটের কারণে নেইমারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
নেইমারের পাশাপাশি চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ গোলকিপার এদেরসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো। তাদের অনুপস্থিতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করেছেন।
ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিম খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়। সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেন,
“দল ঘোষণার পর থেকেই আমাদের মেডিকেল বিভাগ খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিল। বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এদেরসনের অবস্থা আমরা নিবিড়ভাবে দেখছিলাম। চূড়ান্ত মূল্যায়নের পর তাদের পরিবর্তে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে ১২ রাউন্ড শেষে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। পরবর্তী দুই ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে কলম্বিয়া ও আর্জেন্টিনা—দুই দলই ব্রাজিলের ওপরে অবস্থান করছে।
বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, আর ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে চতুর্থ স্থানে। ব্রাজিলের সংগ্রহ ১৭ পয়েন্ট, যা তাদের জন্য বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেইমারসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে।
এখন দেখার বিষয়, তরুণ তারকা এনদ্রিক এবং অন্যরা কতটা ভালো পারফরম্যান্স করতে পারেন এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচে।
[gallery ids="7275"] বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন…
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…