ক্যাটাগরি গুলো: অপরাধ

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ: কুপিয়ে জখম, গ্রামবাসীর বিক্ষোভ

আমতলীতে কুপিয়ে জখম ও গ্রামবাসীর বিক্ষোভ

বরগুনা জেলার আমতলী থানার কুকুয়া কৃষ্ণনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মন্টু আকন নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আবুল মুন্সি ও তার ছেলে আতাউর মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মুন্সির বসতবাড়ির পাশেই মন্টু আকনের চাষকৃত জমি রয়েছে। ওই জমিতে আবুল মুন্সির গৃহপালিত পশু পাখি চরে বেড়াতো, যার ফলে মন্টু আকনের ফসল নষ্ট হতো। এ নিয়ে একাধিকবার বাকবিতণ্ডা হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন—১২ মার্চ (বুধবার) বিকালে —এ নিয়ে আবারও তর্কাতর্কির একপর্যায়ে আবুল মুন্সি ও তার ছেলে আতাউর মুন্সি ক্ষিপ্ত হয়ে মন্টু আকনের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতাউর মুন্সির হাতে থাকা চাপাতির আঘাতে মন্টু আকন গুরুতর জখম হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মন্টু আকনকে দ্রুত  সেবা প্রদান করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, আবুল মুন্সি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং রাজনৈতিক দাপট দেখিয়ে প্রভাব বিস্তার করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা অনিয়ম করে আসছেন। যদিও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রভাব কিছুটা কমেছে, তবে আবুল মুন্সি ও তার পরিবারের দাপট এখনো অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি।

এই হামলার পর উত্তেজিত গ্রামবাসী আবুল মুন্সির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবুল মুন্সি ও তার পরিবার ঘরের ভেতরে আশ্রয় নেয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং তাদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, ট্রিপল নাইনে ফোন করে পুলিশ ডাকা হয়েছিল, যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি, তবে এলাকাবাসী জোরালোভাবে দাবি করছে, হামলাকারী আবুল মুন্সি ও তার ছেলেকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়াও, যারা এই হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কিংবা আবুল মুন্সির পরিবারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গ্রামবাসী।

এলাকাবাসীর তীব্র ক্ষোভের কারণে পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না বা অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

তথ্যসূত্র: বি. আর

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

বরগুনার আমতলীতে শুরু হচ্ছে “বিডি লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম  আয়োজন করতে যাচ্ছে…

সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…

সেপ্টেম্বর ২, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের ডায়ালপ্যাড হঠাৎ বদলে গেল কেন? জেনে নিন!

সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…

আগস্ট ২৪, ২০২৫
  • স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…

আগস্ট ১৯, ২০২৫
  • আন্তর্জাতিক

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…

জুলাই ২৬, ২০২৫
  • সৌরজগৎ

সৌরজগতের প্রান্তে নতুন এক রহস্যময় বামন গ্রহের সন্ধান

সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…

জুলাই ২৫, ২০২৫