ক্যাটাগরি গুলো: অপরাধ

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ: কুপিয়ে জখম, গ্রামবাসীর বিক্ষোভ

আমতলীতে কুপিয়ে জখম ও গ্রামবাসীর বিক্ষোভ

বরগুনা জেলার আমতলী থানার কুকুয়া কৃষ্ণনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মন্টু আকন নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আবুল মুন্সি ও তার ছেলে আতাউর মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মুন্সির বসতবাড়ির পাশেই মন্টু আকনের চাষকৃত জমি রয়েছে। ওই জমিতে আবুল মুন্সির গৃহপালিত পশু পাখি চরে বেড়াতো, যার ফলে মন্টু আকনের ফসল নষ্ট হতো। এ নিয়ে একাধিকবার বাকবিতণ্ডা হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন—১২ মার্চ (বুধবার) বিকালে —এ নিয়ে আবারও তর্কাতর্কির একপর্যায়ে আবুল মুন্সি ও তার ছেলে আতাউর মুন্সি ক্ষিপ্ত হয়ে মন্টু আকনের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতাউর মুন্সির হাতে থাকা চাপাতির আঘাতে মন্টু আকন গুরুতর জখম হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মন্টু আকনকে দ্রুত  সেবা প্রদান করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, আবুল মুন্সি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং রাজনৈতিক দাপট দেখিয়ে প্রভাব বিস্তার করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা অনিয়ম করে আসছেন। যদিও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রভাব কিছুটা কমেছে, তবে আবুল মুন্সি ও তার পরিবারের দাপট এখনো অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি।

এই হামলার পর উত্তেজিত গ্রামবাসী আবুল মুন্সির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবুল মুন্সি ও তার পরিবার ঘরের ভেতরে আশ্রয় নেয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং তাদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, ট্রিপল নাইনে ফোন করে পুলিশ ডাকা হয়েছিল, যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি, তবে এলাকাবাসী জোরালোভাবে দাবি করছে, হামলাকারী আবুল মুন্সি ও তার ছেলেকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়াও, যারা এই হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কিংবা আবুল মুন্সির পরিবারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গ্রামবাসী।

এলাকাবাসীর তীব্র ক্ষোভের কারণে পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না বা অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

তথ্যসূত্র: বি. আর

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫