ক্যাটাগরি গুলো: অপরাধ

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের দুই

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজামান কাফির বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতা শাহাদাত হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ মার্চ) বিকাল ৩টায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজামান কাফি তার ফেসবুক পেজে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেন, যা কিছু মহলের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঐতিহাসিক ঘটনার সঙ্গে তুলনা করে কাফির বিভিন্ন পোস্ট ও ভিডিও প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পরিকল্পনা করে ছাত্রলীগের ওই দুই নেতা।

গ্রেফতারকৃত শাহাদাত হাওলাদারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে এবং মাহফুজ মোল্লার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। তারা উভয়ই বরিশালের দুটি কলেজে অধ্যয়নরত।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি রাতে শাহাদাত ও মাহফুজ বরিশাল থেকে বাসযোগে আমতলীর বাদুরতলী এলাকায় আসেন। সেখানকার পূর্বপরিচিত একটি দোকান থেকে তারা পাঁচ লিটার ডিজেল কেনেন। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে তারা কাফির বাড়ির আশপাশে অবস্থান নেন। পরে সুবিধাজনক সময় দেখে তারা ডিজেল ছিটিয়ে ঘরের চাল এবং রান্নাঘরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।

এরপর রবিবার (১০ মার্চ) রাতে যৌথ অভিযানে বরিশাল থানা এলাকা থেকে শাহাদাত হাওলাদার এবং পটুয়াখালী সদর থানা এলাকা থেকে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “ঘটনায় জড়িত কেউই আইনের বাইরে থাকতে পারবে না। মূল অভিযুক্তদের পাশাপাশি যারা এ কাজে ইন্ধন জুগিয়েছে, অর্থ সরবরাহ করেছে বা অন্য কোনোভাবে সহায়তা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, নুরুজামান কাফির সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫