
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে লা লিগায় জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ব্যর্থতার বৃত্ত ভেঙে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে, তারা সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা নতুন উদ্যমে মাঠে ফিরে এসেছে।
রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে, প্রথমার্ধে ৪১ মিনিটে লুকা মদ্রিচের দুর্দান্ত গোল দিয়ে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে, বুক দিয়ে বল নামিয়ে, ২৫ গজ দূর থেকে ডান পায়ে জোরালো শট নেন মদ্রিচ, যা গোলরক্ষককে একেবারে অবাক করে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে, ৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করলে, রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। যদিও, ৫৮ মিনিটে তার শট ক্রসবারে প্রতিহত হয়, কিন্তু পরে ৮৩ মিনিটে এমবাপের পাস থেকে প্রথম ছোঁয়ায় ভিনিসিয়ুস গোল করেন।
এই ম্যাচে রিয়াল দারুণ ভাবে বল দখলে রেখে ২২টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য প্রকাশ করে তারা। জিরোনাকে হারানোর ফলে, রিয়ালের পয়েন্ট ৫৪ এ পৌঁছেছে। একই পয়েন্ট নিয়ে তারা বার্সেলোনার সঙ্গে অবস্থান করছে, তবে গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে থাকায় বার্সা শীর্ষে রয়েছে (+৪২)। দুইয়ে থাকা রিয়ালের পরেই রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, যারা ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে লা লিগায় এস্পানিয়লের কাছে হারের পর, নিজেদের মাঠে অ্যাতলেতিকোর সঙ্গে ড্র করে এবং পরে ওসাসুনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে হতাশ ছিল রিয়াল। তবে, জিরোনাকে হারিয়ে সেই হতাশা দূর করেছে আনচেলত্তির দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অন্যান্য প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করলেও, লিগে ধারাবাহিক ব্যর্থতায় তাদের উপর চাপ তৈরি হয়েছিল, যা এই জয় দিয়ে কাটিয়ে উঠেছে তারা।