ক্যাটাগরি গুলো: ফুটবল

চ্যাম্পিয়নস লিগের ঐতিহাসিক রাত: একসঙ্গে ১৮ ম্যাচ, ভাগ্য নির্ধারণের লড়াই

জানুয়ারির ঐতিহাসিক রাত: একই সময়ে ১৮টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, ভাগ্য নির্ধারণের লড়াই

জানুয়ারির ঐতিহাসিক রাত: একই সময়ে ১৮টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, ভাগ্য নির্ধারণের লড়াই

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার প্রথমবারের মতো জানুয়ারি মাসে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার রাত ২টায় একই সময়ে ১৮টি ম্যাচ মাঠে গড়াবে, যা ফুটবল বিশ্বে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কাঠামোয় আয়োজিত এই আসরের লিগ পর্বের শেষ ম্যাচগুলো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নির্ধারিত হবে কোন দল সরাসরি শেষ ষোলোয় যাবে, আর কোন দল প্লে-অফের পরীক্ষায় পড়বে।

ঐতিহাসিক রাত
চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামো: উত্তেজনার নতুন মাত্রা

সাম্প্রতিক সংস্কারে চ্যাম্পিয়নস লিগে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের ৩২ দলের গ্রুপ পর্বের পরিবর্তে এবার ৩৬ দল নিয়ে লিগ পদ্ধতিতে আয়োজন করা হয়েছে টুর্নামেন্ট। প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যেখানে নির্দিষ্ট গ্রুপের ধারণা নেই—সব দল একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। অনেকেই ভাবছিলেন, এই নতুন নিয়ম হয়তো চ্যাম্পিয়নস লিগের উত্তেজনা কমিয়ে দেবে, তবে বাস্তবে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। লিগ পর্বের শেষ দিকে এসে একাধিক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার পেয়েছে ফুটবলপ্রেমীরা। এমনকি নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইটাও হয়েছে রোমাঞ্চকর।

শেষ ষোলোতে সরাসরি লিভারপুল ও বার্সেলোনা

নতুন ফরম্যাট অনুযায়ী, লিগ টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে। ইতোমধ্যে লিভারপুল ও বার্সেলোনা নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। তাদের সঙ্গে যোগ দেবে আরও ছয়টি দল, যা নির্ধারিত হবে আজ রাতের ম্যাচগুলোর পর।

এদিকে, টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে, যেখানে দুই লেগের লড়াই শেষে বিজয়ীরা পরবর্তী রাউন্ডে যাবে। ২৫তম স্থান থেকে নিচে থাকা দলগুলোর জন্য এখানেই শেষ হয়ে যাবে এবারের চ্যাম্পিয়নস লিগের যাত্রা।

একইসময়ে ১৮টি ম্যাচ: ফুটবলপ্রেমীদের জন্য বড় পরীক্ষা

একই সময়ে ১৮টি ম্যাচ মাঠে গড়ানো মানে ফুটবলপ্রেমীদের জন্য এক রাতেই অনেক বেশি উত্তেজনা। একদিকে টিভি পর্দায় একাধিক ম্যাচ একসঙ্গে দেখা কঠিন হয়ে দাঁড়াবে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ বেছে নেওয়ারও চ্যালেঞ্জ থাকবে। তবে ভাগ্য নির্ধারণী কিছু ম্যাচ রয়েছে, যেগুলো ফুটবলপ্রেমীদের অবশ্যই ফলো করা উচিত।

আজ রাতের গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ

ম্যানচেস্টার সিটি – ক্লাব ব্রুগ: বাঁচা-মরার লড়াই গার্দিওলার দলের

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবার কঠিন পরিস্থিতিতে রয়েছে। সাত ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট, যা তাদের ২৫তম স্থানে ঠেলে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে ক্লাব ব্রুগের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই পেপ গার্দিওলার দলের জন্য। তবে শুধু নিজেরাই জিতলেই হবে না, সিটির তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।

অন্যদিকে, বেলজিয়ান ক্লাব ব্রুগ প্লে-অফ নিশ্চিত করতে চাইলে ড্র করলেই চলবে। তাই এই ম্যাচটি হতে যাচ্ছে একদিকে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী, অন্যদিকে রক্ষণভাগের কঠিন পরীক্ষা।

স্টুটগার্ট – পিএসজি: প্লে-অফের লড়াই

ফরাসি জায়ান্ট পিএসজি ও জার্মান ক্লাব স্টুটগার্ট দু’দলই এখন পর্যন্ত সমান ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২২তম ও ২৪তম স্থানে রয়েছে। গোল ব্যবধানে সামান্য এগিয়ে থাকার কারণে পিএসজি একটু স্বস্তিতে থাকলেও, এই ম্যাচের ফলাফল তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে।

যে দল জয় পাবে, তারা সরাসরি প্লে-অফে চলে যাবে। তবে ম্যাচে যদি ড্র হয়, তখন সিটি বা দিনামো জাগরেবের ফলাফলের ওপর নির্ভর করবে দুই দলের ভবিষ্যৎ।

ব্রেস – রিয়াল মাদ্রিদ: শেষ ষোলোয় সরাসরি সুযোগের হাতছানি

রিয়াল মাদ্রিদ ও ব্রেস্ত উভয়ই ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। ফরাসি ক্লাব ব্রেস্ত ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে, আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে। এই ম্যাচের জয়ী দল সরাসরি শেষ ষোলোতে যেতে পারে, তবে তা নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।

বরুশিয়া ডর্টমুন্ড – শাখতার দোনেৎস্ক: ডর্টমুন্ডের সরাসরি শেষ ষোলোর সম্ভাবনা

১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ড ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। তবে জয় পেলে তারা সরাসরি শেষ ষোলোতেও যেতে পারে, যদি টেবিলের অন্য দলগুলো পয়েন্ট হারায়।

অন্যদিকে, ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ক ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে রয়েছে, যা তাদের বিদায়ের শঙ্কায় রেখেছে। এমনকি আজকের ম্যাচে জিতেও তারা বাদ পড়ে যেতে পারে, যদি অন্যান্য দল প্রত্যাশিত ফলাফল পেয়ে যায়।

এক রাত, অগণিত গল্প

চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামো ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। এতগুলো দল, এতগুলো ম্যাচ, এক রাতে ভাগ্য নির্ধারণের লড়াই—এমন রোমাঞ্চকর মুহূর্ত আগে কখনো দেখা যায়নি।

আজ রাতের ৯০ মিনিটে একাধিক দলের স্বপ্ন গড়ে উঠবে, আবার অনেকের স্বপ্ন ধুলিসাৎ হবে। ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক ইতিহাসগড়া রাত, যেখানে রোমাঞ্চ, উত্তেজনা ও হৃদয় ভাঙার গল্প একসঙ্গে লেখা হবে।

আপনি কোন ম্যাচ মিস করবেন না?

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • দূর্ঘটনা

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

[gallery ids="7275"] বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন…

নভেম্বর ২, ২০২৫
  • দূর্ঘটনা

হংকংয়ে এমিরেটস কার্গো প্লেন সাগরে; রানওয়ে দুর্ঘটনায় নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…

অক্টোবর ২০, ২০২৫
  • অপরাধ

আরমানিটোলায় প্রেমঘটিত ঘটনায় জবি ছাত্রদল নেতা খুন

পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…

অক্টোবর ২০, ২০২৫
  • রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার ব্যাখ্যা দিলেন এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…

অক্টোবর ১৯, ২০২৫
  • রাজনীতি

শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…

অক্টোবর ১৮, ২০২৫
  • দূর্ঘটনা

আমতলীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…

অক্টোবর ১৭, ২০২৫