চ্যাম্পিয়ন্স লিগ: রিয়াল মাদ্রিদের বড় জয়, শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ
চ্যাম্পিয়ন্স লিগে উত্তেজনা তুঙ্গে। নিজেদের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। একইসঙ্গে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল, যারা এর মধ্যেই প্রথম আটে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ হারলেও এখনও শেষ ষোলোর জন্য লড়াইয়ের সুযোগ রয়েছে।

রিয়াল মাদ্রিদের খেলা ছিল আরবি সালজবার্গের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মেতে ওঠে রিয়াল। তাদের এমন খেলায় গোল আসতে বেশি সময় লাগেনি। প্রথমার্ধে দুইটি গোল করে এগিয়ে নেয় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ২৩ ও ৩৪ মিনিটে দুর্দান্ত শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর ভিনিসিয়াস জুনিয়র দুরন্ত ফর্মে নিজের নাম লেখান। ৫৫ ও ৭৭ মিনিটে দুইটি গোল করে রিয়ালকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের শেষদিকে সালজবার্গ একটি গোল শোধ করলেও, রিয়ালের জয় অনায়াসেই নিশ্চিত হয়।
এই জয়ের পরেও রিয়াল মাদ্রিদ বর্তমানে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে রয়েছে। তবে শেষ ম্যাচ জিততে পারলে তারা প্রথম আটে উঠে আসতে পারে। এমন না হলেও, প্লে-অফ ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল ডায়নামো জ়াগ্রেবের বিপক্ষে একপেশে জয় তুলে নেয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলের হয়ে প্রথম গোলটি করেন ডেকলান রাইস। এরপর ম্যাচের ৬৬ মিনিটে কাই হাভের্ৎজ দলের দ্বিতীয় গোলটি করেন। সংযুক্ত সময়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড দুর্দান্ত শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।
এই জয়ের মাধ্যমে আর্সেনাল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে আসে। নবম স্থানে থাকা অ্যাস্টন ভিলা তাদের পয়েন্টে সমান হতে পারলেও গোল পার্থক্যে আর্সেনালকে পেরোনো সম্ভব নয়। ফলে প্রথম আটে জায়গা নিশ্চিত করেছে আর্সেনাল।
জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের খেলা ছিল ফেয়েনুর্দের বিরুদ্ধে। তবে ম্যাচটি তাদের জন্য হতাশাজনক হয়ে ওঠে। ফেয়েনুর্দের হয়ে স্যান্তিয়াগো গিমেনেজ জোড়া গোল করেন এবং আয়াসে উয়েদা আরেকটি গোল করেন। বায়ার্ন ০-৩ গোলে পরাজিত হয়।
তবে এই পরাজয়ের পরেও শেষ ষোলোর দৌড় থেকে ছিটকে যায়নি বায়ার্ন মিউনিখ। তারা বর্তমানে রিয়ালের ঠিক ওপরের অবস্থানে রয়েছে। শেষ ম্যাচ জিততে পারলে তাদেরও প্রথম আটে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের ভাগ্য নির্ভর করছে শেষ রাউন্ডের ম্যাচের ওপর। রিয়াল ও বায়ার্নের জন্য এটি যেমন জীবন-মৃত্যুর লড়াই, তেমনই আর্সেনাল তাদের জায়গা আরও মজবুত করতে চাইবে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষা করছেন একের পর এক রোমাঞ্চকর ম্যাচের জন্য।