ক্যাটাগরি গুলো: ফুটবল

সেল্টা ভিগোর বিপক্ষের রিয়েলের দাপুটে জয়

এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

কোপা দেল রেতে রোমাঞ্চকর ম্যাচে সেল্টা ভিগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রের চতুর্থ রাউন্ডে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বিশাল জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিক জোড়া গোল করে নায়কোচিত পারফরম্যান্স দেখান। অতিরিক্ত সময়ে তার দুই গোল এবং দলের সার্বিক পারফরম্যান্স রিয়ালকে বড় জয় এনে দেয়।

এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র | এক্স

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আধিপত্য বিস্তার করে। সেল্টা ভিগোর রক্ষণভাগকে চাপে রেখে আক্রমণ শানাতে থাকে কার্লো আনচেলত্তির দল। ৩৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় রিয়াল। তার এই গোলটি আসে লুকা মডরিচের নিখুঁত পাস থেকে। গোলের পরও আক্রমণ চালিয়ে যায় রিয়াল, তবে সেল্টার গোলরক্ষক ইভান ভিয়ার দুর্দান্ত কিছু সেভ দলকে ম্যাচে রাখে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ব্যবধান দ্বিগুণ করে। ৫২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র তার গতিময় ড্রিবলিংয়ের মাধ্যমে সেল্টার রক্ষণ ভেঙে অসাধারণ এক গোল করেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতছাড়া করতে থাকে রিয়াল।

৮৩তম মিনিটে সেল্টা ভিগোর জোনাথন বাম্বা রিয়ালের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে একটি গোল শোধ করেন। এরপর ইনজুরি টাইমে মার্কোস আলোনসোর স্পটকিক থেকে গোল সেল্টাকে ২-২ সমতায় ফিরিয়ে আনে। এই গোল ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ নিজেদের ছন্দ ফিরে পায়। ১০৮তম মিনিটে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক তার প্রতিভার ঝলক দেখান। টনি ক্রুসের পাস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে রিয়ালকে আবার এগিয়ে দেন।

এর ঠিক ১১ মিনিট পর, ১১৯তম মিনিটে, এন্দ্রিক একক প্রচেষ্টায় রক্ষণের ফাঁক গলে নিজের দ্বিতীয় গোলটি করেন। তার গতি, ড্রিবলিং দক্ষতা, এবং নিখুঁত ফিনিশিং পুরো স্টেডিয়ামকে মুগ্ধ করে।

ম্যাচ শেষ হওয়ার আগেই ১১২তম মিনিটে ফেদেরিকো ভালভার্দে দলের হয়ে আরও একটি গোল যোগ করেন। তার এই গোলটি রিয়ালের জয়কে আরও সুনিশ্চিত করে তোলে।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে এন্দ্রিকের পারফরম্যান্স ভবিষ্যতে রিয়ালের আক্রমণভাগে তার গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে। কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে তার দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং বলেন, “এন্দ্রিক শুধু আমাদের ভবিষ্যৎ নয়, সে এখনই আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।”

রিয়াল মাদ্রিদের এই দাপুটে জয় তাদের শিরোপা জয়ের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আরও শক্তিশালী দল, তবে এই ম্যাচে তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫