হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা লা লিগায় টানা সাতটি ম্যাচ জিতে রীতিমতো উড়ে যাচ্ছিল। গত রাতে (২৮ সেপ্টেম্বর ২০২৪) লা লিগার ম্যাচে ওসাসুনা বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে বার্সার জয়ের ধারায় ইতি টানে।
ওসাসুনার মাঠে বার্সেলোনা দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামালকে একাদশের বাইরে ও রাফিনহাকেও বেঞ্চে রাখা হয়। শুরু থেকে বলের দখল রেখে খেললেও বার্সা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, আর উল্টো ওসাসুনা তাদের সামনে আসা সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগায়।
ম্যাচের প্রথমার্ধে ২৮ মিনিটের মধ্যে ওসাসুনা ২-০ গোলে এগিয়ে যায়। ৫৩ মিনিটে পাও ভিক্টর গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে ফেরানোর স্বপ্ন দেখান। কিন্তু ৭২ মিনিটে বুদিমির পেনাল্টি গোলের মাধ্যমে ব্যবধান ৩-১ করে দেন। পরে ৮৫ মিনিটে আবেল ব্রেতোনেসের গোল বার্সার বড় হার নিশ্চিত করে। শেষ দিকে ইয়ামাল একটি সান্ত্বনামূলক গোল করেন।
এই হারের পরও বার্সেলোনা শীর্ষে স্থান ধরে রেখেছে, তাদের পয়েন্ট ২১। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ, যদি মাদ্রিদ ডার্বিতে রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে পারবে।
ম্যাচ শেষে হানসি ফ্লিক তার দলের খেলার মান সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, “প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের খেলার এ ধরনের মান নিয়ে অসন্তুষ্টি রয়েছে।” এছাড়া, ফ্লিক দলের পরিবর্তন আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “এটি জরুরি ছিল, কারণ আমাদের অনেক খেলোয়াড়কে প্রচুর সময় মাঠে থাকতে হয়েছে। আমি এ বিষয়ে দায়িত্বশীল।”
বার্সেলোনা পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েজের মুখোমুখি হবে। আগের ম্যাচে মোনাকোর কাছে তারা ২-১ গোলে পরাজিত হয়েছিল।
[gallery ids="7275"] বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন…
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…