ব্যালন ডি’অর ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি, যা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্নপূরণের সমান। গত ১৫ বছরের বেশি সময় ধরে এই পুরস্কার মূলত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই থেকেছে। তাদের বাইরে লুকা মদরিচ এবং করিম বেনজেমা একবার করে এই পুরস্কার জিতেছেন। তবে এবার নতুন এক নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে—রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দাবি করেছে, ভিনিসিয়ুস এবার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন।
মার্কা পত্রিকার শিরোনামেও বলা হয়েছে, “বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে বড় প্রার্থী ভিনিসিয়ুস”। ২০২৪ সালের ২৮ অক্টোবর প্যারিসে এই পুরস্কার দেওয়া হবে। যদি ভিনিসিয়ুসের হাতে পুরস্কার ওঠে, তবে এটি হবে ব্রাজিলের জন্য দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে ২০০৭ সালে রিকার্দো কাকা ব্যালন ডি’অর জিতেছিলেন।
২০২৪ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জন মনোনীত হয়েছিলেন, যেখানে ভিনিসিয়ুস ছাড়াও আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। তবে মার্কা জানাচ্ছে, ভিনিসিয়ুস ইতোমধ্যেই নিশ্চিত হয়েছেন যে পুরস্কারটি তার হাতেই উঠবে। এই সংবাদ জানার পর, নাইকি তার জন্য বিশেষ সোনার বুট তৈরি করেছে।
২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৪টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। তার অসাধারণ এই পারফরম্যান্সই তাকে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার হিসেবে সামনে এনেছে।
আল-নাসরের দুর্দান্ত জয়: বেন্তোর সেভ, মানে ও বোউশালের গোলে
লেভানডোভস্কি ও রাফিনহার জোড়া গোলে বার্সেলোনার ৫-১ দুর্দান্ত জয়
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…