বার্সেলোনা ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত এক জয় অর্জন করেছে, যেখানে দলের প্রধান তারকা রবার্ট লেভানডোভস্কি এবং রাফিনহা দুজনেই জোড়া গোল করেন। লা লিগার এই ম্যাচে বার্সেলোনা প্রথম থেকেই আধিপত্য বিস্তার করেছে খেলে এবং জয়ের মাধ্যমে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই লেভানডোভস্কি তার অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়ে দুটি গোল করেন। এই সময়ে ভিয়ারিয়াল কিছুটা চাপমুক্ত হয়ে আয়োজে পেরেজের একটি গোলের মাধ্যমে ব্যবধান কমিয়ে আনে। কিন্তু বার্সেলোনার শক্তিশালী আক্রমণ এবং মধ্যমাঠের নিয়ন্ত্রণের কারণে ভিয়ারিয়াল আর বেশি সুযোগ পায়নি।
দ্বিতীয়ার্ধে পাবলো তোরে একটি গোল করে বার্সার লিড আরও বাড়িয়ে দেন। এরপর রাফিনহা আরও দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। বার্সেলোনার আক্রমণভাগের এই পারফরম্যান্স তাদের সিজনের অন্যতম সেরা ম্যাচগুলোর মধ্যে পড়ে।
তবে ম্যাচের সময় বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, যা কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। স্টেগেনকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের লিগের শীর্ষস্থান ধরে রেখেছে এবং লা লিগায় তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। হান্সি ফ্লিক এর অধীনে বার্সেলোনা এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে, এবং তারা এখন পর্যন্ত লিগে অপরাজিত থেকে এগিয়ে যাচ্ছে।
মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর সেমির আশা বাংলাদেশের
আল ইত্তিহাদের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল হিলাল
ভিনিসিয়াস ও রদ্রিগোর নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের ৪-১ গোলের দুর্দান্ত জয়
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…