লা লিগার চলতি মৌসুম মোটেও আশানুরূপভাবে শুরু করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে লাস পালমাসের বিপক্ষেও জয়ের দেখা পায়নি দলটি। হারের হাত থেকে রক্ষা পেয়েও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পে-ভিনিসিয়াসদের।
বৃহস্পতিবার রাতে গ্র্যান কানারিয়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে রুখে দেয় লাস পালমাস। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। স্প্যানিশ ফুটবলার আলমার্তো মোলেইরো গোল করে লাস পালমাসকে লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায়। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে প্রবেশ করেন মোলেইরো। এরপর একটি অসাধারণ শটে গোল করেন তিনি।
গোল খেয়ে রিয়াল মাদ্রিদ দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে একের পর এক আক্রমণ গড়ে তোলে। তবে প্রতিবারই তাদের প্রচেষ্টা থেমে যায় প্রতিপক্ষের রক্ষণভাগ কিংবা গোলরক্ষকের সামনে। প্রথমার্ধে কোনো গোল করতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের আক্রমণ আরো তীব্র হয়। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ডি বক্সের ভেতরে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রিয়াল পেনাল্টি পায়। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র, যা আসে ম্যাচের ৬৯তম মিনিটে।
এরপর রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও সফল হতে পারেনি। উল্টো শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করতে বসেছিল, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।
লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ তিনটি ম্যাচ খেলে একবার জয় পেয়েছে, বাকি দুটি ড্র হয়েছে। পাঁচ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। অপরদিকে, বার্সেলোনা তাদের তিনটি ম্যাচেই জিতে শীর্ষে রয়েছে। লাস পালমাস অবস্থান করছে তালিকার ১৬তম স্থানে।
ম্যানসিটি ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে কান্সেলো
বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু
আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…
আর্সেনালের ঐতিহ্যবাহী ঘরের মাঠ এমিরাটস স্টেডিয়াম শনিবার রাত ১০টায় পরিণত হতে যাচ্ছে এক রঙিন ফুটবল…
বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।…
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…