ক্যাটাগরি গুলো: ফুটবল

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে পুরো দল আনন্দে ভাসল। ফুটবলারদের সঙ্গে ডাগআউট থেকে যোগ দিলেন সাপোর্ট স্টাফরাও। আনন্দের ঢেউ বাংলাদেশের, আর নেপালের আনফা কমপ্লেক্সের গ্যালারিতে নেমে এলো গভীর নীরবতা। আসলে প্রথমার্ধ থেকেই নেপালি সমর্থকদের স্তব্ধ করে রেখেছিল লাল-সবুজের ছেলেরা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম শিরোপা জয়।

 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের আরও দুটি গোলের মাধ্যমে ৭০ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। যদিও ৮০ মিনিটে নেপাল একটি গোল শোধ করে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১০ মিনিট ইনজুরি সময় পাওয়ার পর নেপাল আরও একটি গোলের চেষ্টা করলেও উল্টো তারা আরেকটি গোল খেয়ে বসে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়ী হয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

প্রথমার্ধে নির্ধারিত ৪৫ মিনিট শেষে ২ মিনিট ইনজুরি সময় দেয়া হয়, তখনই বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে মিরাজুল ইসলামকে ফাউল করায় রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মিরাজুল, যা সাইড পোস্টে লেগে জালে প্রবেশ করে। সেই মুহূর্তেই পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়।

নেপালের পুরো সমর্থন ছিল গ্যালারিতে, তবে প্রথমার্ধে মাঠে তাদের আধিপত্য থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি। বল পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা গোলের সুযোগ হাতছাড়া করেছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে কয়েকবার আক্রমণ করলেও প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় বাংলাদেশ লিড দ্বিগুণ করে। বাঁ প্রান্ত থেকে ক্রস করা বলটি মিরাজুল হেডে জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান। এরপর নেপাল ছন্দ খুঁজে পায়নি। বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৭০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়ায়। গোলের পাস দেন মিরাজুল, আর রাহুল চমৎকার ফিনিশিং করেন।

নেপাল যদিও ৮০ মিনিটে একটি গোল শোধ করে, তবে খেলায় ফিরতে পারেনি। উল্টো বাংলাদেশের জয় উদযাপন আরও জমকালো হয়, কারণ নেপাল গোল শোধের চেষ্টা করতে গিয়ে আরেকটি গোল হজম করে বসে। উত্তেজনাপূর্ণ ম্যাচে নেপালী দর্শকরা ক্ষুব্ধ হয়ে বোতল ছোড়ে, আর দুই দলের খেলোয়াড়রাও উত্তেজিত ছিলেন।

 

 

আরও পড়ুন

বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…

নভেম্বর ১৮, ২০২৫
  • ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

আর্সেনালের ঐতিহ্যবাহী ঘরের মাঠ এমিরাটস স্টেডিয়াম শনিবার রাত ১০টায় পরিণত হতে যাচ্ছে এক রঙিন ফুটবল…

নভেম্বর ১৫, ২০২৫
  • দূর্ঘটনা

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।…

নভেম্বর ২, ২০২৫