সবাইকে স্বাগতম আজকের আমার এই আর্টিকেলে, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি সাইট, যেখানে আপনি আর্টিকেল লেখা সহ লাইক, কমেন্ট, ফলো করা সহ আরো অনেক উপায়ে কাজ করে টাকা আয় করতে পারবেন।
বলতে গেলে এই সাইটটি অনেকটা ফেইসবুক এর মতই, তাছাড়া এখানে ফেইসবুকের মতো অনেক অপশন রয়েছে, তাই আপনাদের এটি ব্যবহার করতে সুবধা হবে।
তাহলে চলুন দেখে নেই এখানে কিভাবে একাউন্ট খোলব বা কি কাজ করতে হবে কিভাবে করতে হবে, পেমেন্ট সিস্টেম কি কি এই সম্পর্কে।
▶ সাইটের নাম হচ্ছে Likebook
এখানে একাউন্ট খোলা তেমন একটা কঠিন কাজ নয়। একাউন্ট খোলার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন। প্রথমে Likebook.com.bd লিখে সার্চ করে ওয়েবসাইটে ঢুকে Register এ ক্লিক করুন। তারপর
তারপর তারা tell us about you নামে আরেকটি পেইজে নিয়ে যাবে, সেখানে আপনি চাইলে আপনার তথ্য দিতে পারেন বা skip করে রাখতে পারবেন।
আমি আগে বলেছি যে এখানে আপনি একাধিক কাজ করে আয় করতে পারবেন। কাজগুলোর মধ্যে হচ্ছে ; এখনে থাকা অন্যান্য ফেইসবুক একাউন্টে রিয়েক্ট করে আয়, এসব সোশ্যাল মিডিয়ায় পোস্টে কমেন্ট করে আয়, আপনার নতুন পোস্ট করে আয়। ব্লগ পোস্ট লিখে আয়, ভিডিও আপলোড করে আয়, ফটো আপলোড করে আয়, ইত্যাদি। তাছাড়া এখানে আপনি এফিলিয়েট মার্কেটিং করে ও আয় করতে পারবেন, এবং এতে আরো অন্যান্য প্রোজেক্ট ও রয়েছে।
এখানে এসব কাজ করার জন্য তার আপনাকে মূলত পয়েন্ট দিয়ে থাকে এবং এই পয়েন্ট দিয়েছে আপনি টাকা তুলতে পারবেন। এখানে ১০০০ এক হাজার পয়েন্টে ১০০ টাকা।
যদি আপনি এখানে সোস্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে আপনি,
আপনি যদি এই সাইটে নতুন হন, তবে পেমেন্ট সিস্টেম খুঁজে পাওয়াটা একটু কষ্ট হতে পারে তাই আমি বলে দিচ্ছি এটি কিভাবে করতে হবে।
প্রথমে আপনি আপনার প্রোফাইলে বা উপরে থ্রি ডট বারে ক্লিক করবেন।
তারপর আপনি আপনার পয়েন্ট দেখতে পাবেন দেখতে পাবেন,
পয়েন্টের উপর এ ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন my earnings নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই আপনি, আপনার আয়ের সকল তথ্য দেখতে পাবেন, এবং my earnings এ ঢুকলে, নিচে টাকা তুলার জন্য একটা withdraw সিস্টেম দেখতে পারবে।
এখানে আপনি দুটি সিস্টেমে টাকা তুলতে পারবেন, ১ হচ্ছে PAYTK একাউন্ট এর মাধ্যমে, আর ২ হচ্ছে সরাসরি ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে। এখানে আপনি সর্বনিম্ন ১০০ টাকা / ১০০০ পয়েন্ট হলেই উইথড্র নিতে পারবেন।
রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন
ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…