
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধা রূপবানু রাস্তা পার হচ্ছিলেন। তখন কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগতির বৈশাখী পরিবহন নামের বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা বাসটিকে খুরিয়ার খেয়াঘাট এলাকায় আটক করতে সক্ষম হলেও, বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যান।
নিহত রূপবানু বেগম আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত কাদের হাওলাদারের স্ত্রী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এ.বি.এম