
লম্বা সময় চোটের কারণে ফুটবল মাঠ থেকে দূরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আল হিলালে যোগ দেওয়ার পরওinjuryজর্জরিত সময় কাটিয়েছেন, দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ। অবশেষে সৌদি ক্লাবটি তাঁকে ছেড়ে দিলে ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে, যেখানে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল।
ফিরেই যেন নতুন উদ্যমে মাঠ কাঁপাচ্ছেন নেইমার। সান্তোসের হয়ে এক মাসের মধ্যেই খেলেছেন সাতটি ম্যাচ, যার ছয়টিতে ছিলেন মূল একাদশে, আর একটিতে বদলি নেমেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একাদশে থাকা ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হয়েছেন ম্যাচসেরা!
তারই ধারাবাহিকতায় আজ সকালে ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসকে ২-০ গোলের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। ম্যাচের মাত্র ৯ মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ঠিক আগের ম্যাচে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করা নেইমার এবার দেখালেন ফ্রি-কিকের জাদু। ডানপ্রান্ত থেকে প্রতিপক্ষের বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে নিখুঁত শটে বল জড়ান জালে। সান্তোসের হয়ে এটি ছিল তাঁর টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। শুধু গোল করাই নয়, এখন পর্যন্ত দলের আরও তিনটি গোলে সহায়তাও করেছেন তিনি।
দীর্ঘ বিরতির পর এমন দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের কাছেও স্বপ্নের মতো লাগছে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে লিখেছেন, “আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।”
এই স্বপ্নের ঘোরে নেইমার কতদিন থাকতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত ফুটবলপ্রেমীরা উপভোগ করছেন তাঁদের প্রিয় তারকার রাজকীয় প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্ত!